লোক কাহিনী:- সভ্যতার যুগ হইতে প্রত্যেক বিষয় সুত্রের নাম করন হয়। সভ্যতার যুগ বলতে বৃটিস যুগকে বুঝানো হয়েছে। বৃটিস যুগে বিভিন্ন জায়গা জরিপ ও নাম করন করা হয়। তেমনি কলাউজান ইউনিয়নের নাম করন বিষয়টি অতিব প্রয়োজন। সুত্রের বিষয় বিবেচনায় কলাউজান ইউনিয়নের নাম করন বিষয়টি হল-একদা ইংরেজের কিছু লোক এই এলাকা জরীপ করার কাজে আসেন। এই ইউনিয়নের একটি টংকা বতী খাল আছে। ইংরেজেরা খালের শার্শ্বে দাড়িয়ে দুকুলের দৃশ্য অবলোকন করিতেছেন। ইংরেজদের পার্শ্বে এলাকার তৎসময়ের কিছু পন্ডিৎ লোক সঙ্গ দিতে ছিলেন। এমন সময় টংকা বতী খালের উজান হইতে একটা কলার ভেলা কিছু কলার ছড়া বুঝাই করে কিছু লোকে ভসিয়ে আনিতেছে। ইংরেজেরা কৌতুহল হয়ে যখন বলাবলি করিতেছে। What is the name of this place? বাঙ্গালীরা ইংরেজী সঠিক ভাবে বুঝিতে পারে নাই। শুধু name শব্দটি বুঝতে পারে অনুমান করে খালের উজান হতে ভেসে আসা কলার ভেলার দিকে দেখে বলতে লাগলেন উজান হতে কলা আসিতেছে। ইংরেজরা তা বুঝতে না পারায় পুনরায় বলতে লাগলেন কলা-উজান, অর্থাৎ উজান হতে কলা আসিতেছে সেটা বলতেছেন। আর এদিকে ইংরেজরা মনে করে নিলেন এই জায়গার নাম বলেছেন কলাউজান, কলাউজানের নাম করন এইভাবে হয়েছে বলে বিভিন্ন লোক সুত্রে জানা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস