ইউ আই এস সি' র ভূমিকা জনগণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌছে দেয়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সপ্ন দেখেছিলেন তা ১১ই নভেম্বর ২০১০ ইং তারিখে সকল ইউনিয়ন পরিষদে ইউআইএসসি উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে। বাংলাদেশের চুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'ডিজিটাল বাংলাদেশ' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নেরজন্য অপরিহার্য হয়ে পড়েছে।UISC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UISC গুলোর মাধ্যমে স্থানীয় জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। ইউ আই এস সির প্রাসঙ্গিকতা ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার । এ অঙ্গীকার বাস্থবায়নে তৃনমূল পর্যায়ে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা প্রয়োজন, যা ইউ আই এস সির মাধ্যমে সম্ভব । তাছাড়া ইউ আই এস সি কার্যক্রম সরকারের তথ্য অধিকার আইন ২০০৮ এর লক্ষ্য অর্জনেও উল্লেখ যোগ্য ভূমিকা রাখতে সক্ষম । এদিকে সরকার World Summit on information Society (WSiS) Plan of Action – ২০০৩ এর অন্যতম সাক্ষরদাতা হিসেবে জনগনের মাঝে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর । সরকার দারিদ্র বিমোচন কর্মসুচির লক্ষ্য অর্জনেও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে । তাই ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে জ্ঞান চর্চা এবং এলাকার সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য ইউ আই এস সি একটি যুগান্তকারী ভুমিকা রাখতে সক্ষম । *ইউ আই এস সি এর উদ্দেশ্য? জনগণের দোর গোড়ায় সেবা পৌছে দেয়া। *এক কথায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র কি ? সেবাকে সহজ ও কম খরচে দ্রুত জনগণের দোরগোড়ায় নেয়ার সমন্বিত উদ্যোগ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস