উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে চুনতি ইউনিয়নে নিম্নোক্ত সেবাসমূহ পরিচালিত হয়-
ক্রঃনং | কার্যক্রম | সেবার ধরণ | সেবাদানকারী কর্তৃপক্ষ |
০১ | বৃত্তিমূলক প্রশিক্ষণকার্যক্রম | বিভিন্নধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষনেরমাধ্যমেমহিলাদেরআত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণসমূহএমব্রয়ডারী ওসেলাই প্রশিক্ষণউন্নত জাতের হাস-মুরগী,গবাদি পশু পালন,মৎস্যচাষ,শাক-সবজিচাষ,বৃক্ষরোপনও পরিবেশ সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণপ্রদান। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
০২ | ভিজিডি কর্মসূচী | ভিজিডিকর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্যনিরাপত্তাসহপ্রশিক্ষণপ্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ। ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়। খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয় | মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
০৩ | দরিদ্র মা’র জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী | দরিদ্রমা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গর্ভবতী মায়েদেরমাসিক৩৫০/-টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।এছাড়াসমত্মান প্রসবের পর মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়। | মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
০৪ | মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণকার্যক্রম | ক্ষুদ্রঋণকার্যক্রমেরআওতায় দুঃস্থ অসহায় ওপ্রশিক্ষিতনারীদেরআত্নকর্মসংস্থানেরলক্ষ্যেক্ষুদ্রঋণপ্রদান করা হয়।কার্যক্রমের মাধ্যমেবিভিন্ন কর্মসূচীর আওতায় ১ থেকে ১৫,০০০/-(পনের)হাজারটাকা পর্যমত্ম ঋণপ্রদান করা হয়।ঋণ গ্রহীতার মূল টাকার সঙ্গে শুধু মাত্র ৫%থেকে ১০% হারেসার্ভিস চার্জ প্রদান করতে হবে। | মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। |
০৫ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলাও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়েগঠিত নারীনির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশত্মনির্যাতনমূলকঅভিযোগের প্রেক্ষিতেপ্রয়োজনীয় আইনগত পদক্ষেপগ্রহনের ব্যবস্থাকরে। | মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস